Story

 সায়মুন যখন দেশে আসবে



সেই অনেক দিন হয়ে গেলো , দিঘীর পাড়ে বসা হয় নাই, কত দিন হয়ে গেলো আমারা এক সাথে নিজেদের সুখ দুঃখ বলতে বলতে রাত্রী অতিভাহিত করতে পারা হলো না, সেই রাত গুলা কেটে যেত শুধু কয়েকটা বিড়ির টান দিতে দিতে, সেই কথা গুলা চিন্তা করতে করতে করতে হয়ত একটা সময় এয়ারপোর্ট এর ডিসপ্লে তে চেক করতে থাকবো ,কখন তার বিমান ল্যান্ড করে।। এর মাঝে হয়ত প্রিন্স এর মনের ভিতরের অনেক দিনের পুরনো সেই পূর্ণতা গাইতে থাকবে, সাকিব রিকোয়েস্ট করবে নেশার ভোজা দরার জন্য, কিন্তু ওই সময় সবার মনে একটা আশায় ই থাকবে বিমান ল্যান্ড করবে কখ,। আজিম বরাবরের মত সব কিছু পর্যবেক্ষণ করবে কে কি করছে। মাঝে তার কিছু মূল্যবান বানী দিতে ই আমাদের গোলকিপার আসছে এবার আমরা আবার ফেনী কলেজ এর মাঠে রাজ করবো।। শের খানে চোখে মুখে খুব অস্থিরতা থাকবে কখন আসবে সে।মাঝে তার আর আজিমের জাপান গমন নিয়ে চিন্তা অ করবে , যদিও মনে মনে সে ভাবে জাপান গিয়ে কিছু মন্দ কাজ করবে, যা দেশে করতে পারছে না।

সে জন্য কিছু টাকা জমিয়ে রাখছে...।সে বলে তবে আমাদের বিশ্বাস শের খানের এগুলা মুখের কথা।

 যাই হোক, বিমান ল্যান্ড করার পর আমারা তার জন্য অপেক্ষায় থাকবো কি না জানি সে আমাদের সারপ্রাইজ দিয়ে দে আমাদের চোখে অগছরে আমাদের সামনে এসে হাজির হবে।

কি হবে তখন বলতে পারবো না......

 

ভাবা যায় আমারা প্রতি সপ্তাহ একটা দিন সায়মুনে মেস কিংবা অন্য কোনো ভাবে সায়মুনের সাথে দেখা হত, কিন্তু আজ অনেক দিন পর সায়মুন কে আমরা আবার আমাদের মাঝে পাবে।

তখনকার পরিচথিতি এখন কিছুতেই অনুমান করা যাচ্ছে না।

 

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.