Poem


তুমি...

 কদমের সুভাষ যেমন

আমার হৃদয়ে দিয়ে যায় দোলা
তেমনি
তোমার উপস্থিতি আমায় করে উচ্ছ্বসিত
আমি তোমার পথ চেয়ে থাকি অবিরাম
কিংবা পথ চেয়ে থাকবো অনন্তকাল

তুমি কি দিবে
তোমার হাতের ছোঁয়া খানি
যা আমায় দিবে অস্তিত্বের অনুভূতি

তাদের কথার চলে তুমি
দিওনা আমায় তাড়িয়ে

রাখিও আমায় তোমারই সহচার্য্যে
বলিবো মোর বুকে লুকিয়ে থাকা
যত বিষাধ কাব্যগাথা।



No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.